স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২টি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক ও আরহী গুরুত্বর আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল রাত ৮টায় শহরের মিল বাজার এলাকায় ঘটে। আহত আবু বকর (২৯) সে পাটকেলঘাটা গৌরীপুর গ্রামের শহিদুল ইসলাম পুত্র। অপর জন একই গ্রামের নজরুল ইসলামের পুত্র হুসাইন (২৮)। স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে আহতরা ১টি মটর সাইকেলে যাচ্ছিল এসময় দ্রুতগামী একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল থেকে তারা ছিটকে পড়ে। এসময় একজন ইজিবাইক চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসার ব্যবস্থা করে। তাদের মধ্যে আবু বকরের অবস্থা সংকটপন্ন।