স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষে জেলা পরিষদ সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর উদ্যোগে হারভেস্টার মেশিন দ্বারা কৃষকের ধান কাটা ও মাড়াই করা হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলা আগরদাড়ি ও কাশেমপুর এলাকার কৃষক শহিদুল ইসলাম ও শফিকুল ইসলামের প্রায় পাঁচ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়। কর্ম সূচির উদ্বোধন কালে স্বত-স্ফুর্ত ভাবে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল আমিন, যুবলীগ নেতা অন্তু, মহাসিন আলম, রকিব হোসেন, ইমরান, আনারুল, সৈয়দ রাশেদুজ্জামান, বিপ্লব, রিয়াজুল ইসলাম, শামিম প্রমুখ। এছাড়া যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।