স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার বাজারে বাজারে চলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে দেবহাটা, সাতক্ষীরা সদর, পাটকেলঘাটা, তালার পর এবার কলারোয়ায় অভিযান পরিচালিত হয়েছে। কলারোয়া উপজেলার ঝিকরা ও তুলসীডাঙ্গা এলাকায় তদারকি মুলক অভিযান পরিচালনায় ভোক্তা অধিকার লঙ্ঘন করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সালের বিধানের আওতায় এছাড়া কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন মোবাইল কোর্ট মেসার্স বনফুল বেকারীকে একই আইনের আওতায় দশ হাজার টাকা করে। ভোক্তা অধিকার সংরক্ষন সাতক্ষীরা কার্যালয়ের সহকারী উপপরিচালক নাজমুল হাসান বলেন অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও সাতক্ষীরা জেলা প্রশাসক এর সহযোগিতায় অভিযান পরিচালিত হচ্ছে।