তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার শুক্রবার সকালে খুলনার জিরোপয়েন্ট এবং জয়বাংলা মোড় এলাকায় তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সচিব খুলনা সার্কিট হাউজে জেলা প্রশাসন, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস ও খুলনা বেতার কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, তথ্য কমপ্লেক্স স্থাপন বিষয়ক প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে সচিব বাগেরহাটের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন। -তথ্য বিবরণী