স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে জানতে পেরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাঁচরুখী এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচরুখী টু রেউই গামী পাকা রাস্তার উপর থেকে মোঃ সুমন হোসেনকে ২ কেজি গাঁজা সহ আটক করে। সে সদর উপজেলার কুশখালি মাঝের পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের পুত্র। অপরদিকে পৃথক সময়ে সদর থানা পুলিশের অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় সাতানী ঋষি পাড়ার আনন্দ চন্দ্র দাসে বসতঘরের পশ্চিম পাশের থেকে বাপ্পী কুমার দাসকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সে কলারোয়া উপজেলার পাটুলিয়া গ্রামের সুনীল দাসের পুত্র। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মাদক মামলা সহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।