ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ডুমুরিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযানে গত বুধবার রাতে খুলনা সদর ও চুয়াডাঙ্গা জেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল গরু’র হাট থেকে ৫’শ টাকার ২’শ ১০ খানা জাল নোট-সহ জাল টাকার কারবারি শামীম মোড়ল(৩৫)-কে গ্রেপ্তার করা হয়। গত ১ মে তাকে রিমান্ডে এসে ডুমুরিয়া থানায় জিজ্ঞাসাবাদের সময় সে জাল টাকা কারবারির মুল হোতা ও সহযোগীর নাম প্রকাশ করে। তার স্বীকারোক্তি মোতাবেক গত বুধবার গভীর রাতে এক বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা জেলার সদর থানার সাতগাড়ি মোড় এলাকায় থেকে জালটাকা তৈরির মুলহোতা জাহাঙ্গীর বিশ্বাস(৫৩)-কে নমুনা জাল টাকা-সহ গ্রেপ্তার ও তৈরির মেশিন আটক করা হয়। এর আগেই খুলনা সদরের জোড়াগেট এলাকা থেকে তাদের অন্যতম সহযোগি আজম খান(৫৬)কে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ডুমুরিয়া থানা চত্ত¡রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী’র নেতৃত্বে পরিচালিত অভিডানে চুয়াডাঙ্গা থেকে জাল টাকা তৈরি ও ব্যবসার মূল হোতা জাহাঙ্গীর বিশ্বাস-কে জাল টাকা ও তৈরির মেশিন-সহ গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযান অব্যাহত রয়েছে।