স্টাফ রিপোর্টার ঃ অবাধ তথ্য প্রবাহ আর তথ্য প্রযুক্তির এই সুসময়ে নেট সার্ভিস যখন গ্রাহকদের দোড়গোড়ায় তখন এক শ্রেণির নেট ব্যবসায়ীরা গ্রাহকদের সাথে ডিজিটাল প্রতারনায় নেমেছে। অপেক্ষাকৃত কম জানা শোনা গ্রাহকরা প্রতারনার বিষয়টি অনুভব করতে না পারলেও তাদের অজানায় তাদের ক্রয় করা গইচঝ বিভিন্ন মুখি অজুহাতে কথিত ব্যবসায়ীরা কেটে নিচ্ছে। প্রতারনা, গ্রাহক ঠকানোর ক্ষেত্রটি জানাশোনা গ্রাহকদের নজর এড়াতে ব্যর্থ হয়ে নানান ধরনের অজুহাতে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করছে। সাতক্ষীরা শহর কেন্দ্রীক নেট ব্যবসায়ীদের একটি অংশ এবং উপজেলা ভিত্তিক ব্যবসায়ীদের অনেকেই এমন গ্রাহক ঠকানো অসম প্রতিযোগিতায় নেমেছে। আর গ্রাহক ঠকানোর এই পদ্ধতি, প্রক্রিয়া অনুসন্ধানে বেরিয়ে এসেছে সনদ বিহীন এবং টেলিযোগাযোগ কর্তৃপক্ষের অনুমোদনহীন নেট ব্যবসার চিত্র। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন তারা ৫০০ গইচঝ ভরলে ২০০ গইচঝ কেটে নিচ্ছে এমন ভাবে ১০০০ গইচঝ ভরলে ৩০০ গইচঝ কেটে নিচ্ছে। এখানেই শেষ নয় তার বাবদ অফিস চার্জ, সার্ভিস চার্জ এর দরুন পৃথক পৃথক অর্থ আদায় করছে। দৃশ্যতঃ গ্রাহকরা জিম্মি হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন এমন প্রত্যাশা ভুক্তভোগী গ্রাহকদের।