বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

রোহিতকে বিশ্রামের পরামর্শ দিলেন গাভাস্কার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা স¤প্রতি এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন। গত শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে রোহিত ৩ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। এতে আইপিএলের ইতিহাসে সর্বাধিক ১৬টি ‘ডাক’ মারার রেকর্ডটি এককভাবে রোহিতের হয়ে যায়। মুম্বাই এবং জাতীয় দলের অধিনায়কের এই হাল দেখে বেজায় চটেছেন সুনিল গাভাস্কার। অনেক দিন ধরেই রান পাচ্ছেন না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরির মালিক রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে তার আউট হওয়ার ধরন দেখে খেপেছেন গাভাস্কার, ‘রোহিতকে দেখে মনে হচ্ছে না যে তার খেলার ইচ্ছে আছে। আমার ভুল হতে পারে। কিন্তু সে যে শটে আউট হলো, সেটা একজন অধিনায়কের খেলা উচিত নয়। দল বিপদে পড়লে অধিনায়কের দায়িত্ব ইনিংস গড়া। দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু রোহিত যেখানে ছন্দে নেই, সেখানে তার এমন শট খেলার কোনো মানেই হয় না।’ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দীপক চাহারকে স্কুপ শট খেলতে গিয়েছিলেন রোহিত। কিন্তু ধরা পড়েন থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজার হাতে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোহিত শর্মাকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার, ‘ছন্দে থাকা ব্যাটার স্কুপ খেলছে মানা যায়, কিন্তু আগের ম্যাচে শূন্য করার পর এই শট খেলা কঠিন। এই অবস্থায় সিঙ্গেল বের করা জরুরি। আমার মনে হয়, রোহিত কিছুদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। মুম্বাই কর্তৃপক্ষকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com