শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

শাহীন হত্যার আসামি টাঙ্গাইলে গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ব্যাংক কর্মকর্তা শাহীন গাজী হত্যা মামলার প্রধান আসামি আমিনুর সরদারকে (৫৩) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ঢাকা থেকে রোববার (৭ মে) রংপুরে পালানোর সময় টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আমিনুর সরদার জেলার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বজলে সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা ইসলামী এজেন্ট ব্যাংক শাখার কর্মকর্তা ছিলেন। সাতক্ষীরা র‌্যাব-৬ জানায়, গত ৪ এপ্রিল ২০২৩ শাহীন গাজীর চাচী শাহানা খাতুনকে কেন্দ্র করে আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহীন গাজী কে। ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন গাজীর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আফসার আলী গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬)। ঘটনার পর থেকে মো. আমিনুর সরদার পলাতক ছিলো। র‌্যার-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, গ্রেফতারকৃত আমিনুর সরদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com