এফএনএস স্পোর্টস: সৌদি আরব সফর করায় লিওনেল মেসি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ। তার পর সা¤প্রতিক ফর্মও ভালো নেই পিএসজির। সর্বশেষ ৬ খেলায় হার দেখেছে তিনটি। সব বিতর্ক ছাপিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ত্রোয়েসকে ৩-১ গোলে হারানোয় লিগ ওয়ানের শিরোপা জয়ের কাছেই পৌঁছে গেছে তারা। মেসির বিতর্কিত কাÐ দলের ড্রেসিংরুমে প্রভাব ফেলেছে বলে গুঞ্জন। কিন্তু ম্যাচে তার প্রভাব পড়তে দেখা যায়নি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। তাতে খেলার ৮ মিনিটেই স্কোর ১-০ করেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য শুরুর গোলটি হয়েছে অদ্ভুতভাবে। প্রথমে ভিতিনহা জাল লক্ষ্য করে বাতাসে ভাসিয়েছিলেন বল। দুর্ভাগ্যক্রমে সেটি লক্ষ্যে না গিয়ে আঘাত করে বারের ওপরে। সেই বলটা মাটিতে পড়ার মুহূর্তেই হেড করে জাল কাঁপিয়েছেন এমবাপ্পে। ঘণ্টা খানেক পূর্বে স্কোর ২-০ করেছেন ভিতিনহা। এই গোলটিও হয়েছে দ্বিতীয় প্রচেষ্টায়। মার্কো ভেরাত্তির ভাসানো পাসে শুরুতে হেড করেছিলেন ভিতিনহা। প্রথম চেষ্টায় তা ফিরিয়েও দিয়েছিলেন প্রতিপক্ষ গোলকিপার। কিন্তু ফিরতি বলে সুযোগ পেয়ে ভিতিনহা জালে পাঠিয়েছেন। ৮৩ মিনিটে একটি গোল শোধও দেয় ত্রোয়েস। গোল করেন হাভিয়ের চেভালেরিন। কিন্তু তিন মিনিট পরই তার জবাব পেয়ে যায় তারা। স্কোর ৩-১ করতে অবদান রাখেন রুইজ। এই জয় ৩৪ ম্যাচে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে ৬ পয়েন্ট বেশি। ১১তম শিরোপা জিততে পিএসজির আর ৭ পয়েন্ট প্রয়োজন।