সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

সরঞ্জমসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আটলিয়ার উত্তর গোবিন্দকাঠি গ্রাম এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতি কালে দলের ৭ জন সদস্য কে গ্রেফতারসহ তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থানা অফিসার ইনচার্জ(ওসি) সেখ কনি মিয়া বিপিএম জানান,গত সোমবার দিবাগত গভীর রাতে তিনি গোপন সূত্রে জানতে পারেন থানার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাটি গ্রামের জনৈক মিন্টু শেখের বাড়ির আশে পাশে একটি পিকআপ ভ্যানসহ অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জন ব্যক্তি অবস্থান করছেন। এ সময় তিনি থানার এস,আই বিশ্বজিত পালের নেতৃত্বে পরিচালিত টহল পুলিশ দলকে বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী টহল পুলিশ দল তাদের চ্যালেঞ্জ করে দলের ৭ জন সদস্য যথাক্রমে- জয়পুর হাট জেলার আক্কেলপুর থানা এলাকার মোঃ ইদ্রিস আলী (২১) টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকার মোঃ খোকন মিয়া (২৮)ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার মোঃ আলামিন খলিফা (৪০) টাঙ্গাইল জেলার সখীপুর থানা এলাকার মোঃ মামুন মিয়া @ লালচান (৪৫),বটিয়াঘাটা থানার ভান্ডার কোট এলাকার মোঃ ইউসুফ শেখ (২৬), পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৫) এবং কেএমপি’র লবনচরা থানা এলাকার মোঃ রফিকুল ইসলাম নয়ন (৩২) গ্রেপ্তার করতে সক্ষম হলেও দলের আরো ৪/৫ জন সদস্য অস্ত্র-স্বস্ত্র সহ পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের সাথে থাকা পিকআপ ভ্যান তল্লাশী করে দেশীয় তৈরী ধারালাো চাপাটি,লোহার রড,স্লাই রেঞ্জসহ ডাকাতি কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডাকাত দল তাদের উদ্দেশ্যের কথা স্বীকার করে। ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত সদস্যদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি /আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মামলা রয়েছে। ওই রাতে তারা মিন্টু শেখের বাড়িতে ডাকাতি করার প্রস্তুুতির কথা স্বীকার করেছে। এই ঘটনায় থানার এসআই (নিঃ)বিশ্বজিত পাল বাদী হয়ে ডাতাতির প্রস্তুতি মামলা করেছেন। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতার সহ তাদের দখলে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com