বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত সুনাম অর্জনকারী জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মে মঙ্গলবার বিকাল ৪ টায় সুন্দরবন এপোলো হসপিটাল সভাকক্ষে উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন এর সভাপতিত্বে ও ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আবু ইদ্রিস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, রমজাননগর প্রতিনিধি গাজী খালিদ সাইফুল্লাহ, বুড়িগোয়ালিনী প্রতিনিধি বিভাস চন্দ্র মন্ডল, আটুলিয়া প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, কাশিমাড়ী প্রতিনিধি ডাঃ মোঃ আজারুল ইসলাম, শ্যামনগর সদরে পত্রিকা পরিবেশক মোঃ আব্দুর রউফ প্রমুখ। সভায়, দৃষ্টিপাত পত্রিকার কর্মরত সকল সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব সৎ ও নির্ভুল ভাবে পালন করা, সরকারের উন্নয়ন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, জেলার প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন গুলো সকলের মাঝে তুলে ধরা, পত্রিকার উন্নতি, গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।