খুলনা প্রতিনিধি \ বোরো মৌসুমে খুলনা জেলার বাজার গুলোতে ধানের দাম কমে যাওয়ায় বর্গা চাষিদের, বেধে দেওয়া রেটে ধান কিনেছে না কোন ব্যাপারী। সকলে সেন্টিগেট বসিয়ে ধানের দাম কমিয়ে দিয়েছে অসাধু ধান ব্যাবসায়ীরা। মোটা ধানের সরকারি রেট ১২০০ টাকা আর বর্তমান বাজারে ৯০০ টাকা প্রতি মন ক্রয় করছে কৃষকের নিকট থেকে। প্রতিমন ধানের উৎপাদন খরচ হয়েছে ৯২০টাকা বর্গা চাষিদের। ৯০০ টাকায় ধান বিক্রয় করতে কৃষকের চোখে জল চলে আশছে। জোয়ার বাদাল থেকে চাষি রফিকুল ইসলাম যানায় আমার ধানে খুব ভালো হয়েছে কিন্তু খরচ হয়েছে, যে পরিমান ৯০০টাকায় ধান বিক্রয় করলে খরচ বাচানো যাবে না। তাও এলাকার ব্যাপারীরা বাঁকিতে ধান কিনতে চায়। অনেকে ধার দিনা করে ধান উৎপাদন করেছে তারা এখন কি ভাবে দিনা ষোধ করবে সেই চিন্তায় হায় হুতাশ শুরু করেছে। এই মুহুর্তে ধানের দাম না বাড়ালে কৃষক অর্থনৈতিক ভাবে অচল হয়ে পড়বে এখন ধান কাটার সময় কিষানের টাকা দিতে ধান বিক্রয় করতেই হবে কৃষকের। এই সুযোগ ব্যাবহার করছে সেন্টিগেট ব্যাবসায়ীরা, বাজার নজর দারীতে রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কৃষকরা।।