এফএনএস স্পোর্টস: আন্তর্জাতিক আর্চারির মঞ্চে দুটি খেলা রয়েছে। এই দুটিতে বাংলাদেশের আর্চার রোমান সানাকে নেয়নি ফেডারেশন। তাকে বাদ দিয়েই দল সাজানো হয়েছে বলে জানা গেছে। প্রথম টুর্নামেন্ট হবে চীনে। আগামী ১৬-২১ মে চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কাপ আর্চারি স্টেজ-২-এর খেলা। আগামী রোববার রাতে ৫ জন খেলোয়াড় নিয়ে চীন যাচ্ছেন দলের কোচ মার্টিন ফ্রেডরিক। প্রথমে ৬ জন খেলোয়াড় যাওয়ার কথা থাকলেও পরে বাদ দেওয়া হয়েছে দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীকে। এর আগে তুরস্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ এ দিয়া নিজের মতো করে পারফরম্যান্স করতে পারেননি। আগামী ৫-১০ জুন সিঙ্গাপুরে হবে এশিয়া কাপ আর্চারি স্টেজ-৩। এশিয়ান গেমসের আগে এশিয়া কাপই হবে সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। সিঙ্গাপুরের জন্য দিয়া সিদ্দিকী যেন নিজেকে ভালোভাবে তৈরি করতে পারেন সেজন্য সময় দেওয়া হয়েছে। যে কারণে ওয়ার্ল্ড কাপ দলে তাকে রাখা হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোচ মার্টিন ফ্রেডরিক। শৃঙ্খলা ভঙ্গকারী আর্চার রোমান সানার আচরণ এখনো গ্রহণ করার মতো হয়নি। আবাসিক ক্যাম্পের সতীর্থ এক নারী আর্চারকে মারধর করে গত নভেম্বর থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ আছেন রোমান সানা।