ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যের সূতিকাগার রংপুর কালীতলা মাধ্যমিক বিদ্যালয় বহুবিধ সমস্যায় জর্জরিত। ১৯৯৭ সালে ফ্যাসিলিটিস বিভাগ প্রদত্ত ভবনটি পুরোপুরি ব্যবহারে অনুপযোগী, যেটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পাঠ দানের প্রয়োজনীয় শ্রেণি কক্ষ না থাকায় বারান্দা ব্যবহার করতে হচ্ছে। একটি দ্বিতল ভবন রয়েছে, যার লিন্টনে ফাটল ধরেছে। এটিও খানিকটা ঝুঁকিপূর্ণ ব’লে মনে করেন কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষা প্রকৌশল বিভাগ একতলা বিশিষ্ট যে ভবন নির্মাণ করেছে তাতেও সংকুলান হচ্ছে না। লাখ লাখ টাকার বিজ্ঞানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে পরিত্যক্ত ভবনের বিজ্ঞানাগারে। বিদ্যালয় পরিমণ্ডলও অনেকটা অরক্ষিত। ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় ওয়াস রুম নেই। বিশুদ্ধ পানীয় জলের অভাবে পাশের রংপুর কলেজের নলকূপের পানি পান করতে হয়। বিদ্যালয়ের সমস্যার কথা জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক পরমানন্দ ঢালী বিদ্যালয় পরিচালনা পর্ষদকে জানান ব’লে আশ্বস্ত করেন। ইতোমধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সমরেশ বাড়ই জানান, সাংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ একটি গভীর নলকূপের ব্যবস্থা করেছেন এবং শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক একতলা ভবনটি দ্রুত সম্প্রসারণ করার আশ্বস্ত করেন। এছাড়াও পরিত্যক্ত ভবনটির সংস্কারের ব্যবস্থা করা আশ্বাস দেন।