এফএনএস স্পোর্টস: প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। নিউজিল্যান্ডের বোলিং সহায়ক উইকেটে বাংলাদেশের পেসারদের দারুণ কিছু করতেই হবে। অধিনায়ক নিগার সুলতানাও তার পেসারদের ওপর আস্থা রাখছেন। দেশে হোক আর বিদেশে, বাংলাদেশের মূল শক্তি তাদের বৈচিত্রময় স্পিন আক্রমণ। সালমা খাতুন, নাহিদা আক্তার, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের ঘূর্ণিজাদুতে বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে। তবে নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে বাংলাদেশের স্পিনাররা কতটা ভালো করবেন, সেটি নিয়ে প্রশ্ন আছে। তবে দুর্ভাবনার কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নিগার। বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্বে আছেন জাহানারা আলম। গত সোমবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাহানারা হাতে চোট পেলেও প্রথম ম্যাচে তার খেলা নিয়ে কোনও সংশয় নেই বলেই জানালেন লিগার। জাহানারার সঙ্গে অভিজ্ঞ লতা মন্ডল আছেন। সা¤প্রতিক সময়ে রিতু মনি আছেন দুর্দান্ত ফর্মে। এর বাইরে তরুণ দুই পেসার সুরাইয়া আজমিন ও ফারিহা ইসলাম তৃষ্ণাতে আস্থা আছে নিগারের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সবশেষ দুটি প্রস্তুতি ম্যাচে পেসাররা কিন্তু অসম্ভব ভালো বল করেছে। কেউ শুরুটা ভালো না পেলেও শেষে ও মাঝে চেষ্টা করেছে পুষিয়ে দিতে। পেস বোলিং ইউনিট যেটা আছে, আমার দলের জন্য এটা সম্পদ। আমার এবং সবার বিশ্বাস, মূল ম্যাচগুলিতেও তারা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে।’ পেসারদের নিয়ে নিগার আরও বলেছেন, ‘সুনির্দিষ্ট করে বললে, রিতু মনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছে। তার প্রতি দলের আস্থা আছে। জাহানারা আলম অবশ্যই নতুন বলে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’ তরুণ পেসার তৃষ্ণার কথা আলাদা করে উলেখ করেছেন নিগার, ‘তরুণদের মধ্যে সবশেষ ম্যাচে ফারিহা তৃষ্ণা অসম্ভব ভালো বোলিং করেছে। ক্রিকেট বিশ্বের কাছে সে একদম অদেখা। তবে খুবই প্রতিভাবান বোলার। এই টুর্নামেন্টে তাকে কাজে লাগাতে পারলে আমাদের জন্য কার্যকর হবে।’