কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক দ্রব্যসহ সাহেব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়েিক আটক করেছে। শুক্রবার (১২ মে) ভোর রাতে উপজেলা সীমান্তবর্তী কাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাহেব আলী ওই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা, মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী কাদপুর এলাকা থেকে সাহেব আলীকে ৪ বোতল ভারতীয় এলএসডি মাদক দ্রব্যসহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।