বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনায় পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস: খুলনায় রাজপথে থালা-বাসন হাতে ভুখা মিছিল করেছেন পাটকল শ্রমিকরা। ব্যক্তি মালিকানাধীন মহসেন, স্পিনার্স, সোনালী, অ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে তারা এ মিছিল করেন। গতকাল শুক্রবার বিকেলে মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শিরোমনি শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় শ্রমিক নেতারা বলেন, মহসেন জুট মিলের মালিক শ্রমিকদের পাওনা পরিশোধের নামে নতুন করে নাটক শুরু করেছে। আফিল জুট মিলের অনেক শ্রমিক এখনও চ‚ড়ান্ত পাওনা বুঝে পাইনি। জুট স্পিনার্স মিলের মালিক ত্রি পক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করেছে। মিল চালু বা শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সোনালী ও অ্যাজাক্স জুট মিলের একই অবস্থা। এ ছাড়া শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ শ্রম আইন অমান্য করে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রেখেছে। অতিদ্রুত শ্রমিকদের চ‚ড়ান্ত পাওনা ও মিল চালুর জোর দাবি জানান শ্রমিক নেতারা। এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল­াহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, লিয়াকত মুন্সি, নিজামউদ্দিন, কাবিল হোসেন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. কেসমত আলী, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা), মো. আলাউদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, খায়রুল আলম, সবুর, আলম, আ. রশিদ, হাছান, হোসেন, সেলিম আকুঞ্জি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোড়ল। এদিকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রেলগেটস্থ বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বেসরকারি জুট মিলের শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com