এফএনএস স্পোর্টস: আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসাকে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। এক ভিডিও বার্তায় ৬৭ বছরের বিয়েলসাকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে উরুগুয়ে। উরুগুয়ের হয়ে বিয়েলসার প্রথম ম্যাচ হতে পারে জুনে নিকারাগুয়া এবং কিউবার বিপক্ষে। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। বিয়েলসা একসময় আর্জেন্টিনার জাতীয় দলেরও কোচ ছিলেন। ১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত তার অধীনে খেলেছে আর্জেন্টিনা। ২০০২ বিশ্বকাপে তার দল গ্রæপ পর্বে বিদায় নেয়। তবে ২০০৪ সালে আর্জেন্টিনাকে অলিম্পিকে স্বর্ণ জেতান তিনি। চিলির কোচও ছিলেন তিনি। বিয়েলসার রয়েছে ইউরোপের শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাও। ইস্পানিওল, অ্যাতলেতিক বিলবাও, মার্সেই, লিলি এবং লিডস ইউনাইটেডের দায়িদ্ব পালন করেছেন। চ্যাম্পিয়নশিপ থেকে লিডস ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলে রূপকথা লিখেছিলেন বিয়েলসা।