স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পৌরসভার পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রগতি লেন রাস্তার আর,সি,সি ঢালাই কজের উদ্ধোধন করা হয়েছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌরসভা সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, পৌরসভার এস ও সাগর দেবনাথ, মোঃ শফিকুল আলম মোতালেব হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ আলী শাহীন সহ পৌর সভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫৬৪ ফুট ঢালাই রাস্তা ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।