স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপে−ক্স ভবনে সংগঠনের সভাপতি ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’লীগের সভাপতি শেখ নাসেরুল হক, এড. সম গোলাম মোস্তফা, এড. জিয়াউর রহমান বাচ্চু প্রমুখ। এছাড়া জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদী। অসগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিত সাধু।