এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির অনূর্ধ্ব-১৭ বিভাগের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে বাংলার মেয়েরা। গতকাল বুধবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২০-২০ গোলে সমতায় থেকে শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতের জালে ২৬ বার বল জড়ায় বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশের জালে ২৩ বার বল জড়াতে সক্ষম হয় ভারত। শেষ পর্যন্ত ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতে বাংলাদেশের মেয়েরা।