বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মর্ডান ক্লিনিক এর পরিচালক সাংবাদিক ডাঃ তপন কুমার বিশ্বাস এর পিতা ডাঃ অমল কুমার বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার দুপুর ২টা ৪৯ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ২ পুত্র, ৬ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬ টায় তার নিজ এলাকার মহাশ্মশানে সৎকাজ সম্পন্ন করা হয়। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।