মোঃ সেলিম খান ডুমুরিয়া থেকে \ খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনায় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বুড়ি ভদ্রা নদী দখল করে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এর ফলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শংঙ্কায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া এলাকার এনামুল হক গংদের জমি লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন নাজের আলি মোড়লের ছেলে সেলিম মোড়ল কাবু। কিন্তু জমির মালিক পক্ষের সাথে যোগসাজশে পানি নিঃস্কাশনের পথ বন্ধ করে ঘোষড়া ব্রিজ এলাকায় প্রবাহমান বুড়িভদ্রা নদী দখল করে বাঁধ নির্মাণ করছেন তিনি। সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘোষড়া এলাকার এনামুল হক গংদের জমির পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীর দক্ষিণ প্রান্তে প্রায় ৩ শ’ ফুট দৈর্ঘের এবং ১০/১২ ফুট প্রস্থের জায়গা দখল করে বাঁধ তৈরি করেছেন। ফলে আসন্ন বর্ষা মৌসুমে পানি নিঃস্কাশনে বাঁধা গ্রস্থ হয়ে ঘোষড়া, কাঞ্চনপুর বাদুড়িয়া,বেতাগ্রাম,সান্নাপোতা ডাঙ্গীসহ ৭ টি গ্রাম ৪ টি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার শংঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এবিষয়ে জমির মালিক এনামুল হক জানান, তারা তাদের নিজস্ব জমিতে বাঁধ দিয়েছেন। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট ওয়ার্ড সংরক্ষিত ইউপি সদস্য মাফুজা বেগম,ইউপি সদস্য মাহাবুব রহমানসহ এলাকাবাসী নদীর দখল মুক্ত ও বাঁধ অপসারণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান জানান,তদন্ত সাপেক্ষে সরকারি নদীতে দেয়া বাঁধ অপসারণ সহ দখলকারির বিরুদ্ধে আগনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।