চীফ রিপোর্টার \ সাতক্ষীরায় বিশ্ব মা দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দুঃস্থ মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে মায়েদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়েদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছেন। মা বোনদের জাগ্রত হতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ ভাল অবস্থানে আছে। মা দিবসে মায়ের অবদান ভুলার নহে। সকল মা ভাল থাকুক এটাই আমাদের কাম্য। এই দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আযম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদিকা জ্যোৎ¯œা দত্ত, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, করবী সুলতানা, শিখা মন্ডল, প্রতিভা ঘোষ, নুরুননাহার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ এবং দুঃস্থ মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।