এফএনএস লাইফস্টাইল: বেশি প্রসাধনী ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় এমনটা কিন্তু নয়। চোখের আশপাশের যতেœ যে ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, তা যে খুব বেশি পরিমাণ লাগে না। চোখের নিচে লাগানোর জন্য আঙুলের মধ্যে অনামিকা ব্যবহার করাই ভাল। চোখের চারপাশের ত্বক পাতলা এবং স্পর্শকাতর হয় তাই সহজেই শুষ্ক হয়ে পড়ে।
সামান্য চাপ লাগলেই চোখের তলার রক্তবাহিকাগুলো ছিঁড়ে যেতে পারে। ফলে কালচে ছোপ, ফোলাভাব বা বলিরেখার মতো সমস্যা দেখা যায়।
বলিরেখা দূর করতে যা করতে হবে-
১) প্রথমে দুই হাত ভাল করে ধুয়ে নিন।
২) আঙুলের ডগায় খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে নিন।
৩) হালকা করে চোখের চারপাশে লাগিয়ে নিন।
৪) এ বার অনামিকার সাহায্যে হালকা হাতে অর্ধচন্দ্রাকারে চোখের তলায় এবং চোখের পাতার ওপরে মাসাজ করুন।
৫) চোখের বাইরের দিকের কোণ থেকে ভুরুর দিকে অর্থাৎ ‘আপওয়াড্র্স স্ট্রোক’এ মাসাজ করুন।
সূত্র : আনন্দবাজার