রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবহাটায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্তসময় পার করলেন খুলনা বিভাগীয় কমিশনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

দেবহাটা অফিস \ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল­ুর রহমান চৌধুরী গতকাল দেবহাটায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন পরবর্তি ব্যস্ত সময় অতিবাহিত করলেন। উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসময় সরকারি স্বার্থ রক্ষায়, জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সরকারি ভূমি ব্যবস্থাপনা, খাস জমি উদ্ধার সহ বহুবিধ বিষয়ে আলোকপাত করেন, তিনি আরও বলেন সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, অনিয়ম মুক্ত করার বিকল্প নেই। মত বিনিময় শেষে গ্রাম পুলিশদের মাঝে তিনি বাইসাইকেল বিতরন করেন, প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরন ও প্রশিক্ষন প্রাপ্ত দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসারের নব নির্মিত বাসভবন ও আনসার সদস্যদের বিশ্রাম কক্ষের উদ্বোধন করেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এর পূর্বে তিনি দেবহাটায় পৌছালে দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানা ওসি বাবুল আক্তার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান, বিভাগীয় কমিশনারের কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজি আরিফুর রহমান, দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ। পারুলিয়া ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিভাগীয় কমিশনারকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মনিরুজ্জামান, এসময় ইউনিয়ন পরিষদের মেম্বর ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com