দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে সখিপুর পরিবহন কাউন্টার এলাকা হতে এগারটি ভারতীয় ইয়ারগান সহ ইমদাদুল ইসলাম (৩০) নামের এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইমদাদুল ইসলাম সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের পুত্র। দেবহাটা থানার এসআই হাফিজুর রহমানের পুলিশের একটি দল উক্ত অভিযান পরিচালনা করে। এ বিষয়ে দেবহাটা থানায় মামলা হয়েছে। \