এফএনএস স্পোর্টস: প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলে ফেলা জশ টাং এবার ডাক পেলেন জাতীয় দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসছে টেস্টের দলে এই পেসারকে যোগ করেছে ইংল্যান্ড। আগামী ১ জুন লর্ডসে শুরু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। এই ম্যাচের দলে থাকা জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসন চোট সমস্যায় ভুগছেন। সপ্তাহ খানেক বাদে শুরু হতে যাওয়া টেস্টে তাদেরকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিকল্প ভাবনায় অভিষেকের অপেক্ষায় থাকা টাংকে ডাকা হয়েছে। এখন পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন টাং। ২৬.০৪ গড়ে তার নামের পাশে উইকেট ১৬২টি। ইনিংসে ৭ বার করে নিয়েছেন চার ও পাঁচটি করে উইকেট। গত ফেব্রæয়ারিতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অভিষেক হয় ২৫ বছর বয়সী টাংয়ের, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট দিয়ে। ওই ম্যাচে বল হাতে আলো ছড়ান তিনি। নেন মোট ৮ উইকেট। দলে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারা কনর অলফার্টের বদলি হিসেবে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাথু ফস্টারকে।