এফএনএস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে অন্যরকম ‘সেঞ্চুরি’ পূরণ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউলাহ। গতকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেও বিশ্বের আরও ১০ জনের ১০০ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ, ক্রিকেট বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরি পূরণ করলেন মুশফিক। ২০০৬ সালে ২৮ নভেম্বর বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে। অভিষেক ম্যাচে মুশফিকও দলের অংশ ছিলেন। গত ১৫ বছরে বাংলাদেশ দল ১২৬টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছে। যার মধ্যে একশোটিতেই খেলেছেন মুশফিক। তার পর সাকিব আল হাসানও অপেক্ষায় আছেন সেঞ্চুরির। এই অলরাউন্ডারের ম্যাচ সংখ্যা ৯৬। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউলাহর, ১১৫টি। ৯৯ ম্যাচে ১৯.৭৯ গড়ে মুশফিকের রান ১ হাজার ৪৬৫। কোনও সেঞ্চুরি না থাকলেও আছে ৬ হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান ৭২। কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাহমুদউলাহ ৬ হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৯৮১ রান। দুই নম্বরে আছেন সাকিব। ৯৫ ম্যাচে ৯ হাফসেঞ্চুরিতে ১ হাজার ৮৯৯ রান তার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রোহিত শর্মার। এরপর শোয়েব মালিকের, ১২৪টি। পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ খেলেছেন ১১৯ ম্যাচ। ইংলিশ ব্যাটার ইয়োন মরগান ও মাহমুদউলাহ যৌথভাবে ১১৫ ম্যাচ খেলে আছেন চার নম্বরে। কিউই ব্যাটার মার্টিন গাপটিল ১১২ ম্যাচ খেলেছেন। আইরিশ ব্যাটার কেভিন ও’ব্রায়েন খেলেছেন ১১০ ম্যাচ। পল স্টারিং ও রস টেলর ১০২ ম্যাচ করে খেলেছেন। আর ক্যারিবীয় ব্যাটার কাইরন পোলার্ড খেলেছেন ১০১ ম্যাচ।