এফএনএস স্পোর্টস: জেসন রয়ের জাতীয় দলের চুক্তি বাতিলের গুঞ্জনের খবরের সত্যতা মিলেছে। বছরের বাকি সময়ের জন্য তিনি আর ইসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার নন। তবে চুক্তি বাতিল করলেও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না মারকুটে ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ইসিবির চুক্তি বাতিলের খবর রয় নিজেই নিশ্চিত করেছেন। ইসিবি বলেছে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন রয়। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার। তবে বিবৃতিতে তিনি জানিয়েছেন, এখনও ইংল্যান্ডের হয়ে খেলাই তার কাছে অগ্রাধিকার পাবে। “ইংল্যান্ডের হয়ে আরও অনেক বছর খেলার আশা রাখি আমি। যেহেতু ইংল্যান্ডের সূচির সঙ্গে সার্ঘষিক হচ্ছে না, তাই কেন্দ্রীয় চুক্তিবিহীন এক সংস্করণের ক্রিকেটার হিসেবে আমি এই টুর্নামেন্ট (এমএলসি) খেলার সুযোগটি নিতে চাই।” চলতি বছর ওয়ানডেতে ভালো ছন্দেই আছেন রয়। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন ৩২ বছর বয়সী ওপেনার। এখন ফাঁকা সময়ে এমএলসি খেললে বিশ্বকাপের বছরে জাতীয় দলের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারবেন মনে করেন রয়। “আমি যত বেশি সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলব, এটি আমায় ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে উপকৃতই করবে। সবাইকে একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমার অগ্রাধিকার ইংল্যান্ডের ক্রিকেট, বিশেষ করে সামনেই যখন বিশ্বকাপ।” ২০১৯ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন রয়। সেবার ৮ ম্যাচে চার ফিফটি ও এক সেঞ্চুরিতে ৬৩.২৮ গড় ও ১১৫.৩৬ স্ট্রাইক রেটে ৪৪৩ রান করেন তিনি। পরে গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের চ্যাম্পিয়ন দলে জায়গা পাননি রয়। তবে ওয়ানডেতে এখনও নিয়মিত মুখ তিনি। চুক্তি বাতিলের পরও তাকে জাতীয় দলের বিবেচনায় রাখা হবে নিশ্চিত করেছে ইসিবি। “ইসিবির ইনক্রিমেন্টাল চুক্তির বাকি থাকা সময় বাদ দেওয়ার শর্তে রয়কে এই টুর্নামেন্ট (এমএলসি) খেলার অনুমতি দেওয়া হয়েছে। ইসিবি এটি নিশ্চিত করতে চায় যে, রয়ের এই সিদ্ধান্ত সামনের দিনগুলোতে তার জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে, ইংল্যান্ড ক্রিকেটের প্রতি প্রতিশ্রæতিবদ্ধ রয়।”