এফএনএস স্পোর্টস: আগামী মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম গতকাল সোমবার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ জুন দ্য ওভালে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ অনফিল্ড আম্পায়ার। তাদের সহযোগিতা করবেন আরও তিন জন। টিভি আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। আন্তর্জাতিক পর্যায়ে বেশ অভিজ্ঞ গ্যাফানি ও ইলিংওর্থ। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের সদস্য গ্যাফানি ও ইলিংওর্থ যথাক্রমে তাদের ৪৯তম ও ৬৪তম টেস্টে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ২০২১ সালে ভারত ও নিউ জিল্যান্ডের ফাইনালের পর আবারও কেটেলবোরো টিভি আম্পায়ারিং করবেন।