স্টাফ রিপোর্টার ঃ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং
কোড ২০২০-এর জনস্বার্থ বিরোধী বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত
নির্মাণ বিধিমালা ২০০৮-এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪ দফা দাবি বাস্তবায়নের
লক্ষ্যে সদয় নির্দেশনা প্রদানের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহŸায়ক কামরুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রকৌ. মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক – প্রকৌ. এম এম এ জায়েদ বিন গফুর, আইডিইবি জেলা শাখার কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সংগ্রাম পরিষদে যুগ্ন আহবায়ক প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. জিয়াউদ্দীন, প্রকৌ. আ: আলিম, প্রকৌ. কামরুজ্জামান, প্রকৌ. তুষার কুমার রায় সহ অনান্য আইডিইবির নেতৃবৃন্দ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. মোঃ গোলাম মোস্তফা। বক্তাগণ বলেন, আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানি, ঝঞঊচ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয় মনোযোগ দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতি উদ্যোগ থেকে সরে না আসলে আগামীদিনে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু’র শিক্ষাদর্শনের আলোকে মানবসম্পদ উন্নয়নে যখন প্রধানমন্ত্রী নানাবিদ পরিকল্পনা নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে কেন শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের আত্মঘাতি পথে হাঁটছে, তা জাতির নিকট পরিষ্কার করতে হবে। এছাড়া বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে জেরা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।