এম এম নুর আলম \ আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অবঃ সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টায় স্কুল ক্যাম্পাসে বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কুলের প্রাক্তন স প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত প্রাক্তন শিক্ষার্থী আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতকরণ বিষয়ক অভিভাবক সমাবেশ এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সহকারী শিক্ষক আব্দুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সংবর্ধিত প্রাক্তন কৃতি ছাত্র সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শরিফুল ইসলাম, সংবর্ধিত প্রাক্তন ছাত্র বাগেরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি ও এফডিসি’র জয়েন্ট মেম্বার সরোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃ প্রতিভা সরকার, ঢাকা জজকোর্টের আইনজীবি উদয় কুমার বসাক ও বিদায়ী শিক্ষক আব্দুল হক। প্রাক্তন সংবর্ধিত ছাত্র ইউএনডিপি এর এডমিন অফিসার মুত্যুঞ্জয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী। প্রাক্তন শিক্ষক সুকুমার মলিক, বিধান চন্দ্র মন্ডল, রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি ডাঃ সিরাজুল ইসলামসহ বহু প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সদস্য, স্কুলের ছাত্রছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।