কালিগঞ্জ ব্যুরোঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পদযাত্রা আলোচনা সভা ও রচনা বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক ম্যানেজিং কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয় পরে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের ভূমিকায় মুখ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. জাফরউলাহ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন বড় সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস ,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ সদস্য ইলা দেবী মলিক মাওলানা আশরাফুল ইসলাম আজিজ সৈয়দ মাহমুদুর রহমান ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম,মোীতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশিক মেহেদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোমেন, সাংবাদিক আল নুর আহম্মেদ ইমন প্রমূখ অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কমিটির সদস্য, সাংবাদিক উপস্থিত ছিলেন।