বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হলিউডে ছাড়ছি না অ্যাম্বার হার্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

এফএনএস বিনোদন : সহজেই হলিউড ছাড়ছেন না, বরং সামনে এগিয়ে যেতে চান। এমনটাই ইঙ্গিত দিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এই মুহূর্তে স্পেনের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। স¤প্রতি এক পাপারাৎজির টিকটকে পোস্ট করা একটি নতুন ভিডিওতে স্পেনে বসবাস এবং হলিউডে নিজের চলমান প্রজেক্ট সম্পর্কে বলতে দেখা গেছে অ্যাম্বারকে। পেজ সিক্সের প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই। স্থানীয় একজন প্রতিবেদককে অ্যাম্বার স্প্যানিশ ভাষায় বলেন, “আমি স্পেনকে অনেক ভালোবাসি।” অভিনেত্রীর স্প্যানিশ উচ্চারণ স্থানীয়দের মতোই প্রানবন্ত ছিল। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে তিনি দীর্ঘ সময়ের জন্য স্পেনে থাকার পরিকল্পনা করেছেন কিনা? তিনি উত্তরে বলেন, “আমি আশা করি। আমি এখানে থাকতে ভালোবাসি।” অভিনেত্রীকে যখন সাংবাদিকদের পক্ষ থেকে হলিউড প্রকল্পগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে তার সামনে কোনো লাইনআপ আছে কিনা? উত্তরে হাসিমুখে অভিনেত্রী জানান, “ওহ, হ্যাঁ! কিছু প্রকল্প চলমান আছে। আমি এগিয়ে যেতে চাই। এটাই জীবন। প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলার বিচারে হারার মাত্র তিন মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে হার্ড ইউরোপে যাত্রা করেন। একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন এই অভিনেত্রী। তখন থেকেই তীব্র গুঞ্জন শুরু হয় যে হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার হার্ড। এরপর দীর্ঘদিন মিডিয়ার আড়ালেই ছিলেন হার্ড।কিছুদিন আগে স্পেনের রাস্তায় প্রথমবারের মতো দেখা মিলেছে অ্যাম্বার হার্ডের। এরপর প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন অভিনেত্রী। স¤প্রতি মিডিয়ার সাথে কথাও বলেছেন হার্ড। সা¤প্রতিক কথোপকথনের সময় হার্ডকে বেশ আনন্দিত লেগেছে। স্পেনে বসবাসের বিষয়ে তিনি এর আগেও তৃপ্তি প্রকাশ করেছেন। জনি এবং অ্যাম্বার ২০১৫ সালে তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং তাঁর বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পান। তিনি বলেছিলেন যে জনি তাদের সম্পর্কের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। জনি এটি প্রায়ই করত, যখন নেশায় থাকত। বহুল আলোচিত এই মানহানি মামলায় অ্যাম্বার হার্ডকে দোষী করে রায় দেন আদালত। ফলে ডেপকে ১০.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে। মামলায় পরাজিত হওয়ার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থের জরিমানা গুনতে হবে অ্যাম্বার হার্ডকে, যা এই মুহূর্তে অ্যাম্বারের জন্য খুব কঠিন ছিল। তাই মামলাটির রায়ের জন্য পুনরায় আপিল করেছিলেন অ্যাম্বার। নভেম্বরের শেষের দিকে আপিল করে ৬৮ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিলেন অ্যাম্বার। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তারকার। তাই সেই আপিল তুলে নিয়ে স্পেনে স্থানান্তরিত হন এই তারকা। সূত্র : পেজ সিক্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com