শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

সিনেটে ঋণসীমা বিল পাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস বিদেশ : নিম্নকক্ষে ভোটাভুটির পর খুব দ্রæতই ঋণসীমা বিল পাস করেছে মার্কিন সিনেট। খেলাপি এড়ানোর এই বিল ৬৩-৩৬ ভোটে পাস করেছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর আইনে পরিণত হবে আলোচিত এই বিল। প্রথমবারের মতো খেলাপি এড়াতে প্রণীত এই আইন ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশটির ঋণের সীমা স্থগিত করবে। গত বৃহস্পতিবার বিল পাসের পরপরই কংগ্রেসের প্রশংসা করেন বাইডেন। এক বিবৃতিতে জানান, আইনটিতে স্বাক্ষর করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। বাইডেন আরও বলেন, উভয় পক্ষের সিনেটররা আরও একবার প্রমাণ করেছেন আমেরিকা এমন একটি দেশ যে বিল পরিশোধ ও এর বাধ্যবাধকতা পূরণ করে। সব সময় এটা করবে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ভোটের আগে বলেছিলেন, বিলটি পাস হওয়ার অর্থ আমেরিকা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। পাস হওয়ার পর বলেন, ‘আমরা খেলাপির কবল থেকে দেশকে রক্ষা করেছি। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগের তহবিল শেষ হয়ে যাওয়ায় ৫ জুনের আগে এই বিলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল। এর মাধ্যমে মার্কিন প্রণেতারা ৩১.৪ ট্রিলিয়ন ডলার ঋণসীমা উঠিয়ে দেয়ার পদক্ষেপ চ‚ড়ান্ত করলেন। গত বুধবার সন্ধ্যায় ১৬৫ জন ডেমোক্র্যাট ও ১৪৯ জন রিপাবলিকান ঋণের সীমা বাড়ানোর জন্য ৯৯ পৃষ্ঠার বিল অনুমোদনের পক্ষে ভোট দেন। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি সমঝোতায় না পৌঁছায় এ বিল পাস নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে তাদের মধ্যস্থতায় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়। কয়েকদিন আগে কংগ্রেসের নির্দলীয় বাজেট স্কোরকিপার বলেছেন, আইনটি ২০২৪ সাল থেকে ১০ বছরে আনুমানিক দেড় ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাস করবে। কংগ্রেসনাল বাজেট অফিস আরো বলেছে, বিলটি আইনে পরিণত হলে সরকারি ঋণের সুদ কমবে ১৮ হাজার ৮০০ কোটি ডলার। সূত্র : এপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com