এফএনএস: নতুন অর্থবছরে (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে সরকারের বরাদ্দ সোমালিয়া-হাইতির সমপর্যায়ে ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী হিসেবে অভিহিত করে শিক্ষা খাতে বাজেটের ৩০ ভাগ বরাদ্দের দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, সরকার বিশাল বাজেট ঘোষণা করলেও বাজেট বাস্তবায়নের সামর্থ্য তাদের নেই। এমনকি দেশের চলমান অর্থনৈতিক সংকট, যার কথা সরকার বারবার বলছে, সে সংকট মোকাবিলায়ও কোনো দিকনির্দেশনা নেই। করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দিলেই বছরে ২ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এমনকি এই সিদ্ধান্ত আইনগতভাবে সিদ্ধ কিনা, সে প্রশ্নও উঠেছে। আসন্ন বাজেটে ধনীদের বেশি বেশি কর ছাড় দিয়ে সরকার গরিব মানুষের ওপর করের বোঝা চাপাচ্ছে। সব বিবেচনায় প্রস্তাবিত বাজেটকে দিশাহীন বাগাড়ম্বরপূর্ণ বাজেট হিসেবেই জনগণ বিবেচনা করছে। বিবৃতিতে আরও বলা হয় ‘সরকারের তথা কথিত ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রথম বাজেট বলা হলেও বাস্তবতা হলো, ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ ছিল, সেখানে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ। শিক্ষায় এত কম বরাদ্দ পৃথিবীর খুব কম দেশে দেওয়া হয়। যদি নির্দিষ্ট করে আমরা বলি- আসন্ন বাজেটে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ কলমের উৎপাদনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসানোর কথা বলা হয়েছে। ভ্যাট বসানোর কথা বলা হয়েছে বাই-সাইকেলের ওপরেও। সরকার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে, তাও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। বাংলাদেশে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই পরিমাণ বরাদ্দ সোমালিয়া ও হাইতির মতো দেশে দেওয়া হয়। বর্তমান সরকার নিজেকে শিক্ষাবান্ধব হিসেবে প্রচার করলেও বাস্তবতা যে ভিন্ন, তা সহজেই অনুমেয়। আমরা সরকারকে শিক্ষা খাতে মোট বাজেটের ৩০ ভাগ বরাদ্দের দাবি জানাচ্ছি।