স্টাফ রিপোর্টার ঃ দৈনিক পত্র দূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের ভবনে বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সফি আহমেদ, মাধব চন্দ্র দত্ত, সুধাংশু শেখর সরকার, শেখ হারুন অর রশিদ, শেখ সিদ্দিকুর রহমান, লায়লা পারভীন সেজুতি, এড. আবুল কালাম আজাদ, সভায় আগামী ৮ জুলাই ২০২৩ সকাল ১০টায় মুক্তিযোদ্ধা প্রজন্ম সমাবেশ করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ঐ কর্মসূচী সফল করার লক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতিকে সমন্বয়ক ও সকল উপস্থিত সকলকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনজীবী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।