শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ঘোষিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করায় বাজেটকে স্বাগত জানিয়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় খুলনা রোড মোড়ে সমাবেশ মিলিত হয়। জাতীয় শ্রমিক লীগ জেলা আহবায়ক মোঃ আব্দুলাহ সরদারের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা শেখ মকছুর রহমান, বাবুল হোসেন, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, বাবলু হোসেন, ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম। উপস্থিত ছিলেন ভ্যাদল, শরিফ, মিলন, রাকিব, হৃদয় জেলা ও পৌর শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষিত বাজেট উন্নয়নের বাজেট। স্মার্ট বাংলাদেশ গঠনের বাজেট। শেখ হাসিনার সরকার, বারবার দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হবে।-প্রেস বিজ্ঞপ্তি