কালিগঞ্জ ব্যূরোঃ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর প্রশাসনিক পদে চাকরি জীবনের ৭ বছর পূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়। রহিমা সুলতানা বুশরা ২০১৬ সালে ৩৪ তম বিসিএস ক্যাডারে প্রশাসনের চাকরিতে যোগদান করেন। তিনি বাগেরহাট জেলার মোলারহাট উপজেলা থেকে ১৯-১০ ২০২২ সালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকরি জীবনে তিনি অত্যন্ত নির্ভীক সততা ও নিষ্ঠার দায়িত্ব পালন করে আসছেন। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতান বুশরার প্রশাসনিক পদে চাকরি জীবনের ৭ বছর পূর্ণ উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আজহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা ব্যানবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা রাজস্ব অফিস পাঠাগারের সহ-সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জাফরউলাহ ইব্রাহিম, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের অফিস সহকারীরা উপস্থিত ছিলেন। উলেখ্য যে ৪ জুন ২০২৩ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার প্রশাসনিক পদে ৭ বছর পূর্ণ হয়েছে।