এফএনএস স্পোর্টস: চোটের সঙ্গে জশ হেইজেলউডের লড়াই চলছে অনেক দিন ধরে। সেরে ওঠার পথে থাকা অভিজ্ঞ এই পেসারকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়ার আশায়ও ছিল অস্ট্রেলিয়া। কিন্তু পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত তাকে ছাড়াই ভারতের বিপক্ষে লড়তে হবে তাদের। ইংল্যান্ডের দা ওভালে আগামী বুধবার শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল। এই ম্যাচে হেইজেলউডের বদলি হিসেবে আরেক পেসার মাইকেল নিসারকে দলে যোগ করার কথা রোববার নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৮ মাস ধরে চোটের সঙ্গে লড়াই করছেন হেইজেলউড। বাম পায়ের অ্যাকিলিসের চোটে গত জানুয়ারির পর চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএল দিয়ে আবার মাঠে ফেরেন ৩২ বছর বয়সী এই পেসার। কিন্তু চোট তার পিছু ছাড়েনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে তিন ম্যাচ খেলতেই ছোট একটি চোটে তাকে ফিরে যেতে হয় দেশে। সেই সমস্যা থেকে সেরে উঠছেন তিনি, কদিন আগে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিও রোববার বললেন, চোট কাটিয়ে ওঠার খুব কাছেই আছেন হেইজেলউড। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অ্যাশেজ সিরিজ থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ তারা। “খেলার সবুজ সংকেত পাওয়ার খুবই নিকটে ছিল জশ। তবে আমরা জানি যে, আমাদের আসছে সূচি মানে এই একটি টেস্ট ম্যাচ নয়।” “এজবাস্টন টেস্টের আগে এটি (বিশ্রাম) জশকে আদর্শ প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে। সাত সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ছয়টি টেস্ট ম্যাচের জন্য আমাদের সব ফাস্ট বোলারকে প্রয়োজন হবে।” অস্ট্রেলিয়ার হয়ে ২ টেস্টের সবশেষটি নিসার খেলেন গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সংস্করণে তার নামের পাশে উইকেট ৭টি। প্রথম শ্রেণির ক্যারিয়ার অবশ্য ভালোই সমৃদ্ধ ৩৩ বছর বয়সী নিসারের। ৯৬ ম্যাচে ৩৪৭ শিকার ধরেছেন তিনি। ইনিংসে ১০ বার পাঁচ উইকেট ও ১৬ বার নিয়েছেন চারটি।