দেবহাটা অফিস \ দেবহাটার ঐতিহ্যবাহী গ্রাম টাউনশ্রীপুরে গতকাল অনুষ্ঠিত হলো চিরায়ত বাংলার ইতিহাস, ঐতিহ্যের স্মারক লাঠি খেলা। ইতিহাস খ্যাত গ্রামটির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল চারটায় সৌজন্যমূলক লাঠিখেলার সময় নির্ধারিত থাকলেও তার পূর্বেই মাটিতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। লাঠিয়ালরা লাল পোশাকে আচ্ছাদিত হয় অন্যদিকে ঢোল, ঢাক, তবলা আর বাশির মনোমুগ্ধকর সুরে লাঠিয়ালদের পাশাপাশি দর্শকরাও উদ্বেদিত, উচ্ছাসিত হয়। সৌখিন আর সৌজন্যের সমন্বয়ের খেলায় টাউনশ্রীপুরের পাশাপাশি দেবহাটা সদর, ঘলঘলিয়া চিনেডাঙ্গা রতেœশ্বরপুর, পাচপোতা, পারুলিয়া, কুলিয়া, সখিপুর সহ বিভিন্ন এলাকার সৌখিন লাঠিয়ালরা সুসজ্জিত হয়ে সঙ্গী লাঠিকে নিয়ে উপস্থিত হয়। খেলা শুরুতে এবং শেষ পর্যন্ত দর্শকরা মুহুর মুহুর করতালি দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান। পশ্চিম আকাশে সূর্যঅস্তমিত হওয়ার পূর্বে শেষ হয় আনন্দ, উৎসব, উচ্ছ¡াসের লাঠি খেলা। টাউনশ্রীপুরের রিয়াসাতের দল, চিনেডাঙ্গা গ্রামের আবু বক্কর গাজীর দল ছিল মূল আকর্ষন।