মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন আগ্রাসনে অস্ত্রদাতাদের দেশেই স্বাধীনতার আওয়াজ উঠেছে: সাদ্দাম ইসরাইলের ভূখন্ডে হামাসের রকেট হামলা: রাফায় ইসরাইলি তান্ডব শুরু সাতক্ষীরায় জমি জমা নিয়া বিরোধ বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেকা দিয়েছে ঃ জনমনে স্বস্তি সাতক্ষীরায় এনএসআই অভিযানে জব্দ কেমিক্যাল মেশানো অপরিপক্ক ২০ টন আম বিনষ্ট কালিগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে পথসভা কপিলমুনিতে জেলা পরিষদের রাস্তার জায়গা দখল করে বিক্রয় ঃ অতঃপর উদ্ধার পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে মরা গাছ যেন মরণ ফাঁদ আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে মাঠের লড়াই জমে উঠেছে

খুলনায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা বুধবার সকালে খুলনা বিশ^বিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান ও সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম শিল্পবিপ্লব ১৭৮৪ সাল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, দ্বিতীয় শিল্পবিপ্লব ১৮৭০ সাল বিদ্যুতের আবিষ্কার ও তৃতীয় ১৯৬৯ সাল ইন্টারনেটের আবিষ্কার। চতুর্থ শিল্পবিপ্লব আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে যাবে। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। চতুর্থ শিল্পবিপ্লবের ছোঁয়ায় পৃথিবী বদলে যাচ্ছে। অতিরিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের জনগণ ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছেন। ভবিষ্যতে সকল কাজ অনলাইনভিত্তিক হবে। আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সরকার দেশে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় বিভাগীয় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় অংশ গ্রহণকারীরা চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।-তথ্য বিবরণী

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com