বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিরাট বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফজাল হোসেন মঙ্গলবার দিবাগত রাত দশটায় বিরাট গ্রামের নিজবাস ভবনে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি অয়াইন্না ইলাইহির রাজিউন– মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছরের ।মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র সন্তান নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৭ জুন ২৩ বুধবার বেলা ১১ টায় বিরাট ঈদগাহ ময়দানে মরহুমের কপিন পৌছায়। সেখানে তাকে রাষ্ট্রীয় ভাবে গাড অপ অনার প্রদান করা হয়। এসময় তার জানাযায় হাজারো মানুষের ঢল নামে। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি এম আব্দুলাহ ইবনে মাসুদ আহমেদ, বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কমারুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, নিরানঞ্জন রায়, মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান আসাব, শেখ ওবায়দুলাহ, মিজানুর রহমান মিলন গোলদার, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা নব কুমার চক্রবর্তী, শেখ রাসেল কবির, মাষ্টার সাহেব আলী, বিএনপি নেতা সুলতান মাহমুদ,সাইফুর রহমান, মাওলানা মোঃ আবু ইউসুফ,মোঃ আব্দুল হাই, মাষ্টার শহিদুল্লাহ, অনিল কুমার মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম অপু, সাংবাদিক এস এম ফরিদ রানা, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহসান কবির, যুগ্ন সম্পাদক আমিন গোলদার, সহ সম্পাদক সোহরাব আলী মুন্সী, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য গোলদার আরিফুজ্জামান দুলু, সাংবাদিক ইমরান হোসেন। এছাড়া সর্বোচ্চস্তরের জনসাধারন ও এলাকাবাসী জানাযায় অংশ গ্রহন করেন। মরহুমের পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।