সাতক্ষীরায় বলী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম কাদের’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা এবং নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অরুপ কুমার সাহার দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুপ কুমার সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জামিলুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুর রহমান, মো. সাইদুর রহমান, দীপক কুমার সাহা প্রমুখ। এসময় বলী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি