এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ব্র্যান্ড মূল্যের দিক থেকে এখন বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার সিটি। ‘ব্র্যান্ড ফিন্যান্স ফুটবল ৫০’-এর জরিপে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে সিটিজেনরা। ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু ১৩০ কোটি পাউন্ড। করোনার পর সিটির ব্র্যান্ড ভ্যালু ৩৪ শতাংশ বেড়েছে। দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু ১২৬ কোটি পাউন্ড। তিনে আছে বার্সেলোনা। তালিকার শীর্ষ দশে রয়েছে আরো পাঁচটি ইংলিশ ক্লাব। ১১৭ কোটি পাউন্ড ব্র্যান্ড ভ্যালু নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের সমান মূল্য নিয়ে পাঁচে লিভারপুল। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম জায়গা তিনটি যথাক্রমে পিএসজি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, টটেনহাম হটস্পার ও চেলসির। শীর্ষ দশে মাঝে ইংল্যান্ডের ৬ ক্লাব, স্পেনের ২টি এবং জার্মানি ও ফ্রান্স থেকে একটি করে ক্লাব রয়েছে।