রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সবজি বাজারে উত্তাপের ছোয়া, হিমাগার সিন্ডিকেটে আলু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

অস্বস্তিতে ক্রেতা সাধারণ : তদারকি জরুরী
দৃষ্টিপাত রিপোর্ট \ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানী সাথে সম্পর্কিত থাকলেও সবজি উৎপাদন সন্তোষজনক তারপরও সবজি বাজারে উত্তাপের ছোয়া থেমে নেই। অতি পরিচিত সাতক্ষীরা সহ আশপাশের জেলায় উৎপাদিত সবজি বাজারের আগুন ধরা মূল্য আর ঝাজক্রেতা সাধারনকে অস্বস্তিতে ফেলছে। নিত্যপণ্য, চাল সহ অপরাপর পণ্য সামগ্রী সংগ্রহ বা ক্রয় করার পর ক্রেতারা যখন সবজি বাজারে প্রবেশ করছে তখন অনাকাঙ্খিত পরিস্থিতি তথা মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার সাক্ষাত পাচ্ছেন। সামান্যতম সুখবর নেই সবজি বাজারে। হু হু করে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটে চলেছে। একদিকে জ্যৈষ্ঠের ভয়াবহ তাপদাহ অন্যদিকে অতিমূল্য বৃদ্ধির সবজি বাজার এ যেন মরার উপর খাড়ার ঘা। গ্রীষ্মের অতি পরিচিত আর চাহিদা নির্ভর সবজি লাউ, কাচ কলা আর পেপে সে যেন সোনার হরিনে পরিনত হয়েছে। ছোট সাইজের একটি লাউ মূল্য হাকছে ৪০/৫০ টাকায়, কাচকলা, বড়বেগলো কলা কেজি প্রতি ৪০/৫০ টাকা অথচ বরাবরই কাচকলার মূল্য ছিল ২০/২৫ টাকা প্রতিকেজি। সব ধরনের শাক সবজি কেজি প্রতি বিক্রি না হয়ে বিক্রি হচ্ছে তাড়িতে। একগোছা দুই হতে আড়াইশত বিক্রি হচ্ছে ২০ টাকায় তাহলে কেজি প্রতি মূল্য দাড়াচ্ছে ১০০ হতে ১১০ টাকা একই ভাবে দুই, আড়ায় শত ওজনের এক গোছা বরবটি বিক্রি হচ্ছে ২০/২৫ টাকা পেপে কেজি প্রতি ৪০/৪৫ টাকা, মিষ্টি কুমড়ো কেজি প্রতি ২৫/৩০ টাকা, স্বাভাবিক বাজার মূল্য কেজি প্রতি ১৫ টাকা। পুইশাক এমনিতেই কম জনপ্রিয় সবজি মৌসুমে কেজি প্রতি ৫/১০ টাকায় বিক্রি হওয়া পুইশাক বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫/৩০ টাকায়। ঢেড়স কেজি প্রতিবিক্রি হচ্ছে ৪০/৫০ টাকায় স্বাভাবিক বাজার মূল্য ২০/২৫ টাকা। পেচেঙ্গা কেজি প্রতি ৪০/৪৫ টাকা, বেগুন সারা বছরে সবজি বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা, খিরা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা স্বাভাবিক বাজার মূল্য ২০/২৫ টাকা। কিছুদিন পূর্বেও কাঁচাঝাল প্রতি শত ১০/১২ টাকায় বিক্রি হচ্ছে। ২৫/৩০ টাকায় পেয়াজ সপ্তাহ পূর্বেও খুচরা বাজারে ৯০/১০০ টাকায় কেজি প্রতি বিক্রি হয়েছে। বর্তমানে কেজি প্রতি ৪৫/৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেয়াজ আমদানী অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে কেজি প্রতি ৩০ টাকায় আসার সম্ভাবনার কথা বলছেন ব্যবসায়ীরা ও ক্রেতারা, সাতক্ষীরা সবজি বাজার ব্যবস্থায় মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সর্বাপেক্ষা আলোচিত নাম গোল আলু। অতীতের যে কোন সময় অপেক্ষা আলুর বাজার নিয়ন্ত্রনহীন, অস্থির সেই সাথে সিন্ডিকেটের হাতে জিম্মি। সব ধরনের সবজির সাথে আলু মিশ্রন স্বাভাবিক। আলু সবজি হিসেবে এবং সবজির বিকল্প হিসেবে তরকারি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং জনপ্রিয় বটে। বর্তমানে বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫/৩৬ টাকায় যা অতীতের সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। ইতিপূর্বে আলুর মূল্য এমন পর্যায় স্পর্শ করেনি। এক শ্রেনির অসাধু মওজুদদার ব্যবসায়ীরা হিমাগার গুলোতে আলু রেখে চাহিদা অনুযায়ী আলু বাজারে ছাড়ছে। আর চাহিদা ও সরবরাহের ব্যবধানের কারনে আলুর মূল্য বর্তমান সময়ে উর্ধমুখি। খুচরা ও পাইকারী আলু ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলে জানাগেছে সাতক্ষীরা সহ দেশের অপরাপর হিমাগার (কোল্ডস্টোরেজ) গুলোতে আলু সংরক্ষিত আছে মৌসুমে আলুর মূল্য ১২/১৪ বা ১৫ টাকা কেজি প্রতি ক্রয় করে কোল্ডস্টোরে সংরক্ষনে রাখে বাজার মূল্য বৃদ্ধি পেলে বিক্রি করবে, মওজুদ ব্যবসা, বাজার মূল্য সিন্ডিকেট এবং কৃত্রিম সংকট সবই বর্তমানে একাকার। সাতক্ষীরার কৃষকরা যে সবজি উৎপাদন করে উক্ত সবজি কয়েক হাত বদল হয়ে বাজারে পৌছায় আর মধ্যস্বত্ত¡াভোগীদের সক্রীয় অবস্থান এখানে বিদ্যমান বিধায় সবজির মূল্য বৃদ্ধিতে কৃষক অপেক্ষা মধ্য স্বত্ত¡ভোগী, আড়ৎদার সহ পাইকার ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। জেলা শহর হতে মফস্বল বাজার সর্বত্র সবজি আর আলু মূল্য বৃদ্ধির উৎসব পক্ষান্তরে ক্রেতাদের দীর্ঘশ্বাস। অবিলম্বে বাজার ব্যবস্থা তদারকিই পারে স্থিতিশীল এবং সহনীয় ব্যবস্থাপনা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com