স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি গ্রেড ও পদ পদবি পরিবর্তনের দাবীতে দেশব্যাপী কর্ম দিবস কর্মবিরতি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা কালেক্টরেট সহকারী সমিতি পুর্ণ দিবস কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার এ প্রতিনিধি জেলা রেকর্ডরুমে যেয়ে প্রত্যক্ষ করেন প্রতিটি চেয়ার অলস সময় অতিবাহিত করছে। এ বিষয়ে জানতে চাইলে রেকর্ডরুমের দায়িত্ব পালনকারী মোস্তফা জানান কালেক্টরেট সহকারি সমিতির পদ পদবি ও গ্রেড পরিবর্তনের দাবীতে কর্মসুচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্ম দিবস পালন করা হচ্ছে। সহকারীদের কর্মবিরতিতে সেবা গ্রহীতা কাঙ্খিত সেবা পেতে বঞ্চিত হচ্ছে বলে জানান সেবা গ্রহীতারা। সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান জানান আমরা জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর স্বারকলিপি প্রদান করেছি। তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের দাবী যৌক্তিক, উর্দ্ধতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে অবস্থান করাকালীন সময় আমাদের দাবীর যৌক্তিকতার বিষয়ে সহমত পোষন করলেও নার্য্য দাবী বাস্তবায়ন হচ্ছে না।