বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ইউরোপে বাড়ছে গ্যাসের দাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

এফএনএস বিদেশ : লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে গত সোমবার ইউরোপে গ্যাসের দাম ১৮%-এর বেশি বেড়েছে এবং প্রতি ১,০০০ ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে। নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১,০০০ ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার বা বর্তমান ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ী প্রতি এমডবিøউএইচ (এ মেগাওয়াট আওয়ার, প্রতি ঘন্টায় ১,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য) এর মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো। নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে। প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে আগামী ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com